কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণের জন্য ০৫ (পাঁচ) দিনব্যাপী ‘‘TOT on Safe Food System using GAP: Farm to Fork” শীর্ষক একটি আবাসিক প্রশিক্ষণ কোর্স আগামী ১২ মে হতে ১৬ মে ২০২৫ খ্রি. পর্যন্ত জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত হবে।