কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণের জন্য ০৫ (পাঁচ) দিনব্যাপী “ToT on Dissemination of Agricultural Technologies using ICT” শীর্ষক একটি আবাসিক প্রশিক্ষণ কোর্স আগামী ১৮ মে হতে ২২ মে ২০২৫ খ্রি. পর্যন্ত জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত হবে।